ঠাকুরগাঁও  প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় রাণীশংকৈল বন্দর এলাকার ইসলামী ব্যাংক শাখার সামনে এই কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃপক্ষের প্রভাবে অবৈধ ও পক্ষপাতমূলক নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং একটি বিশেষ অঞ্চলের প্রার্থীদের অন্যায়ভাবে সুযোগ দেওয়া হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের প্রধান সমন্বয়ক জনাব শামীম হোসেন, সহ-সমন্বয়ক জনাব রিয়াজুল ইসলাম জনি, চাকরি প্রত্যাশী মোঃ শামীম হোসেন, মোঃ তানভীর হাসান, রুবেল মিয়া, জুবায়ের ইসলাম, ও অন্যান্য চাকরি প্রত্যাশীরা।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একটি শীর্ষস্থানীয় ব্যাংকিং প্রতিষ্ঠান হলেও গত কয়েক বছর ধরে নিয়োগে স্বচ্ছতা ও ন্যায্যতার অভাব প্রকট হয়ে উঠেছে। তারা অভিযোগ করে বলেন, এস আলম কর্তৃক নিয়োগপ্রাপ্ত অনেক কর্মচারী ব্যাংকিং যোগ্যতার মানদণ্ড পূরণ করেননি, অথচ মেধাবী প্রার্থীরা বারবার উপেক্ষিত হয়েছেন।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকসহ দেশের অন্যান্য বেসরকারি ব্যাংকগুলোতে অঞ্চলভিত্তিক নিয়োগ প্রথা এবং দুর্নীতির মাধ্যমে নিয়োগ জাতির তরুণ প্রজন্মের প্রতি অবিচার। তারা এ প্রথার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

 
মানববন্ধনে বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ন্যায্য দাবি পূরণ না হলে আমরা দেশব্যাপী কঠোর আন্দোলনে নামব। ব্যাংকিং খাতে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”

কর্মসূচিতে বক্তারা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ কামনা করেন, যাতে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, মেধাভিত্তিক এবং দুর্নীতিমুক্ত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “অবৈধ নিয়োগ বন্ধ করো, মেধার মূল্য দাও” শ্লোগান দেন এবং প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ব্যাংকের সামনে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ কর্মসূচি শেষে তারা বিক্ষোভ মিছিল করেন এবং পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *