,

রাজধানীর বাড্ডায় কানাইঘাটের ‘ইয়াবা সম্রাট’ ইয়াসিন ও তার সহযোগী নাজিম,ইকবাল,সেবুল সহ গ্রেফতার

Posted by

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১০.০০০ পিস (দশ হাজার) ইয়াবাসহ সিলেটের কানাইঘাট উপজেলার কুখ্যাত ৩ ও জকিগজ্ঞের ১ মাদক ব্যবসায়ী সহ মোট চারজন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— কানাইঘাটের দর্পনগর পূর্ব গ্রামের ইলিয়াস আলীর ছেলে ইয়াসিন এবং একই গ্রামের ফছার ছেলে নাজিম উদ্দিন।দিঘীরপার গ্রামের ইকবাল, জকিগজ্ঞ মইয়ার চরের সেবুল

এলাকায় ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত ইয়াসিন ও তার মাদক কারবারিদের দীর্ঘদিন ধরে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানা এলাকার একটি আত্মগোপনস্থল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াসিন, নাজিম ও দীর্ঘদিন ধরে সিলেট সীমান্ত এলাকা থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশে সরবরাহ করে আসছিল। বাড্ডা থানা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে কানাইঘাট থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
​স্থানীয়দের প্রতিক্রিয়া


​ঘটনার বিবরণ

​কানাইঘাটের দর্পনগর বাসিন্দা সড়কের বাজারের গণমান্য ব্যাক্তিবর্গ জানান, এই ইয়াসিন ও নাজিম সিন্ডিকেটের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল। রাজধানীর বাড্ডায় তাদের গ্রেফতারের খবর এলাকায় পৌঁছালে জনমনে স্বস্তি নেমে আসে। এলাকাবাসী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই সিন্ডিকেটের বাকি সদস্যদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাদিক টিক মাঠে কাজ করছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।


​পরবর্তী পদক্ষেপ

​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই সিন্ডিকেটের বাকি সদস্যদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাদিক টিম মাঠে কাজ করছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *